ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
আ. লীগের লোক দিয়ে কমিটি গঠন

কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, কক্সবাজার | ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:০১ পিএম কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬ নেতার পদত্যাগ

আওয়ামী লীগের নেতাকে আহবায়ক করায় কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি থেকে পদত্যাগ করেছেন ৬ নেতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান আহবায়ক ও সদস্য সচিবের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেন এই ৬ নেতা।

পদত্যাগ করা নেতারা হলেন- কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক দোলন ধর, আহবায়ক কমিটির সদস্য মিটুন বড়ুয়া বোটাম, দ্বিপ্রহর বড়ুয়া, রমেশ বিশ্বাস, সন্জয় কান্তি দে ও বিজয় দাশ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আহবায়ক এবং সদস্য সচিব। কিন্তু সেই কমিটির আহবায়ক করা হয়েছে আওয়ামী লীগ নেতা অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশকে। তিনি বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও জেলা মৎস্যজীবিলীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ ২০১৮ সালে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে প্রকাশ্যে নৌকা মার্কায় সীল মেরে বাক্স ভর্তি করেছিলেন। তাছাড়া সদস্য সচিব বিআর পালের বিরুদ্ধেও আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ করা হয়।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!