ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী–শ্রমিক সমাবেশ

জেলা প্রতিনিধি, নওগাঁ | ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:০৮ পিএম পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী–শ্রমিক সমাবেশ

নওগাঁর পোরশা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম।

মোঃ মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ী ও শ্রমিকদের ভূমিকা অপরিসীম। ন্যায়ভিত্তিক শ্রমনীতি, ন্যায্য মজুরি এবং শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব। শ্রমিক ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপাধ্যক্ষ জনাব মোঃ সাগর আলী। তিনি সংগঠনের চলমান কর্মসূচি ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পোরশা উপজেলা সভাপতি মোঃ ইয়াদুল ইসলাম, সহকারী সেক্রেটারি নুরুন্নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!