কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ সেলিম স্মৃতিসংসদ প্রাঙ্গণে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সকাল ৯টায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। ডিসপ্লেতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। একই সঙ্গে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
কালের সমাজ/এসএমএ


আপনার মতামত লিখুন :