ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মোস্তাফিজের বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক | ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৮ এএম মোস্তাফিজের বাজিমাত

সময়টা যেন স্বপ্নের মতো কাটছে বাংলাদেশি পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) নাম লেখানোর ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বল হাতে মাঠে আগুন ঝরালেন ‘কাটার মাস্টার’।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে (আইএল টি-টোয়েন্টি) এমআই এমিরাটসকে একাই টেনে ধরলেন এই বাঁহাতি পেসার।

মঙ্গলবার দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে এমআই এমিরাটস। শুরুটা বেশ দাপুটে করলেও মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। এদিন ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী এই পেসার। যদিও ইকোনমি রেট (৮.৫০) কিছুটা বেশি ছিল, তবে মাঝপথে এবং শেষ দিকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়ে প্রতিপক্ষকে অল্পতেই আটকে দেন তিনি।

এটি চলতি আইএল টি-টোয়েন্টি আসরে মোস্তাফিজের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ২ উইকেটে ২২ রান ছিল তার সেরা ফিগার। সব মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯টি উইকেট শিকার করেছেন তিনি। উইকেট শিকারির তালিকায় সবার উপরে থাকা ওয়াকার সালমানখিলের উইকেট সংখ্যা ১২টি, তবে মোস্তাফিজ তার চেয়ে এক ম্যাচ কম খেলেছেন।

বর্তমানে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে লড়াইয়ে টিকে আছে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ওঠার দৌড়ে আছে তারা। আজকের এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার দারুণ সুযোগ তৈরি হয়েছে দিল্লির সামনে।

নিলামের ডামাডোল থামার পরপরই মোস্তাফিজের এমন দুর্দান্ত ফর্ম কেকেআর শিবিরের জন্য স্বস্তির বার্তা, আর প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সতর্কবার্তা।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!