ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:০২ এএম হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, র‌্যাব-২ আব্দুল হান্নানকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নান নামের একজনকে আটক করে। ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর পক্ষ থেকে বলা হয়েছে। পরে তারা তাকে পল্টন থানায় হস্তান্তর করে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও তিন-চারজনকে সন্দেহের তালিকায় রেখেছে। সন্দেহভাজনদের গোয়েন্দা জালের মধ্যে ফেলে দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদী পুলিশ ও র‍্যাব। শনিবার গণমাধ্যমে সিসিটিভির ফুটেজের একই ব্যক্তির দুটি ছবি পাঠিয়ে তাঁর ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানায় ডিএমপি।

পরে পুলিশ ও র‍্যাবের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। এরই মধ্যে তাঁর দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে বার্তা পাঠানো হয়েছে। ব্লক করে দেওয়া হয়েছে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফয়সালসহ অন্যদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!