ইতিহাসের দ্রুততম পেস বোলার শোয়েব আখতার ফেসবুকে পোস্ট দিয়ে আগেই জানিয়েছিলেন নিজের ঢাকায় আসার কথা । অবশেষে রোববার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকায় পৌঁছান পাকিস্তানি এই কিংবদন্তি পেসার।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে অংশ নিতে তিনি প্রথম দফায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। টুর্নামেন্ট শুরু হলে আবারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার।
শোয়েব আখতারের ঢাকায় আগমন উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল একটি ইউনিট গড়ে তোলার পথে শোয়েব আখতারের যুক্ত হওয়া আমাদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে তার বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতার খেলেছেন ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ। পরিসংখ্যানের বিচারে হয়তো তিনি সবার উপরে নন, তবে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে গতিময় বলটি তারই করা-যা তাকে ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :