ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর আত্মহত্যা!

সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:০৭ পিএম আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর আত্মহত্যা!

ঢাকার আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোছাঃ সালমা বেগম (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি শরিয়াতউল্লাহর বাড়ির ভাড়াটিয়া এবং মোঃ রঞ্জুর স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মজিবর ভুঁইয়ার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

বাড়ির মালিক জানান, নিহত নারী অন্য একটি বাড়ির ভাড়াটিয়া ছিলেন। আত্মহত্যার উদ্দেশ্যে তিনি তাদের ভবনের ছাদে উঠে লাফিয়ে পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

নিহতের স্বামী মোঃ রঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে নিহতের বাড়িওয়ালা শরিয়াতউল্লাহর সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি। বাড়ির ম্যানেজার রোমান জানান, নিহত সালমা বেগমের স্বামী গাইবান্ধা জেলার ফুলবাড়ি উপজেলার মাঠ চুনিয়া কান্দি গ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে জামগড়ায় আসতেন। তবে ঘটনার পর নিহতের স্বামী কিংবা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। এই নারীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। 

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner
Link copied!