জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ কোটি অনুসারী হওয়ায় বর্ণিল এক সন্ধ্যার আয়োজন করে বিডিক্রিকটাইম। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বুধবার (১৭ ডিসেম্বর) উদযাপিত হয় তাদের অনন্য এই মাইলফলক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
তিন সাবেক অধিনায়কের উপস্থিতিতে ঘটা করে উদযাপিত হয় বিডিক্রিকটাইমের এই অনন্য মাইলফলক অর্জন। ২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম এখন দেশের সবচেয়ে বড় ডিজিটাল স্পোর্টস পোর্টাল, যার পাঠক–দর্শক সংখ্যা প্রতিদিনই ক্রমান্বয়ে বাড়ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিসিয়াল প্লাটফর্মে ১ কোটি অনুসারী হয়েছে, ক্রিকেট নিয়ে কাজ করা মিডিয়ার জন্য যা বিরল ও চমকপ্রদ।

প্রধান অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিডিক্রিকটাইম তাদের কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘অভিনন্দন জানাচ্ছি বিডিক্রিকটাইমকে। কয়েকটা কথা বলতেই হয়। যারা এই প্লাটফর্ম চালাচ্ছেন, তাদের নেতা জাবেদ ভাই- ওয়েল ডান। এক থেকে শুরু করে আজ এক কোটি। একদিন হয়ত পাইলটের কথামতো এক বিলিয়ন হবে। সাথে দায়িত্বও আছে। আমি স্মারক ব্যাটে লিখেছি- ১০ মিলিয়ন ভিউয়ারকে সঠিক ক্রিকেট শেখাতে হবে। একটাই অনুরোধ থাকবে- ইতিবাচক খবর তুলে ধরবেন। ক্রিকেট সংস্কৃতি নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের ওপর। কী দেখাচ্ছেন বা পরিবেশন করছেন, তা দেখে মানুষ চিন্তা করবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। এই ব্যাপারটা যেন ইতিবাচক হয়। শুধু ক্রিকেটের নিউজ, সাফল্য, গসিপ না- ক্রিকেট শেখা, ইতিহাস, বাংলাদেশের কোন জেলায় ক্রিকেটের কী ঘটছে তা-ও প্রচার করবেন। মেয়েদের ক্রিকেটও বড় হচ্ছে। বয়সভিত্তিক ভালো করছে। আপনারা সব ধরনের ক্রিকেট প্রচার করবেন।’

খালেদ মাসুদ পাইলট বলেন, ‘মানুষ কী না পারে। জাবেদ ভাই এতগুলো মানুষের কর্মসংস্থান করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পজিটিভ নিউজ। বিডিক্রিকটাইমে সব তথ্য চলে আসে। মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায়। আমাদের প্রত্যেকের মাঝেই সুন্দর আইডিয়া থাকে। স্বপ্ন পূরণ করা খুব গুরুত্বপূর্ণ। আমি বিডিক্রিকটাইমের বিলিয়ন দেখতে চাই। আপনারা এভাবে চলতে থাকুন। আপনাদের পাশে জনগণ আছে, ক্রীড়াপ্রেমীরা আছে।’
এ সময় দেশের মানুষের কাছে ক্রিকেটের আদ্যোপান্ত তুলে ধরার ভূমিকার ভূয়সী প্রশংসা করে বিডিক্রিকটাইমের সাংবাদিকদের হাতে প্রশংসাপত্র তুলে দেন বিসিবি সভাপতি বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট। দেশের ক্রিকেটের একসময়ের পোস্টারবয় মোহাম্মদ আশরাফুলও এক কোটি অনুসারী হওয়ায় বিডিক্রিকটাইম পরিবারকে অভিনন্দন জানান।
আগত অতিথি, সহকর্মী এবং পাঠক-দর্শকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চীফ মো. জাবেদ আলী বলেন, ’ছোটবেলা থেকেই মনে হতো কীভাবে ক্রিকেটের সাথে থাকা যায়। ফেসবুকের মাধ্যমে অনলাইনে কাজ শুরু করি। প্যাশন থেকে শুরু করে আজ ১ কোটি অনুসারী, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ না চাইলে হতো না। আর আমার টিম যেভাবে বলেছি সেভাবেই কাজ করেছে, এখনও সেরাটা দিচ্ছে। এই অর্জন সম্ভব হয়েছে পাঠক, দর্শকদের ভালোবাসার কারণে। ক্রিকেটকে বাংলাদেশের মানুষ কত বেশি ভালোবাসে, এটি তারই বহিঃপ্রকাশ।‘
বিডিক্রিকটাইমের পেইজে ১ কোটি অনুসারী হওয়ায় তাদের শুভেচ্ছায় সিক্ত করেছে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের বিভিন্ন মহল। শুভেচ্ছা-বার্তা দিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররাও।
কালের সমাজ/ এ.জে


আপনার মতামত লিখুন :