ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

কমিটি অনুমোদনের ১০ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৩২ পিএম কমিটি অনুমোদনের ১০ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘটনা ঘটেছে। কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী বেলাল হোসেন সবুজ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপির সদস্য সচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের কাছে পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়। তবে কমিটিতে নিজের অবস্থান এবং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন বেলাল হোসেন সবুজ।

পদত্যাগপত্রে বেলাল হোসেন সবুজ উল্লেখ করেন, তিনি সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলার বিভিন্ন কর্মসূচিতে এলে তিনি নিয়মিতভাবে তাদের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সংগঠনের কার্যক্রমে সময় ও সহযোগিতা দিয়ে এসেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, কমিটি গঠনের বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই তাকে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে রাখা হয়েছে, যা তাকে হতাশ করেছে। সংগঠনের গুরুত্বপূর্ণ কমিটি গঠনের ক্ষেত্রে পারস্পরিক আলোচনা প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি জানান, কোনো সংগঠনের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে যুক্ত থাকতে চান না বলেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

এ বিষয়ে এনসিপির নবগঠিত সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার বলেন, রাজনীতিতে প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত ও স্বাধীনতা রয়েছে। তবে তার হাতে এখনো কোনো পদত্যাগপত্র পৌঁছায়নি। তিনি বলেন, কেউ যদি কোনো পদে থাকতে না চান, তাহলে তাকে জোর করে রাখা সম্ভব নয়—এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরপরই পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নানা আলোচনা তৈরি হয়েছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!