ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কারারক্ষী নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ | ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৫৮ পিএম মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কারারক্ষী নিহত

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার মৈনম ভোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে মৈনম ভোলা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (এসআই) আশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!