ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো ভারত

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:০৩ পিএম হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।

তাৎক্ষণিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ জানিয়েছে। বিশেষভাবে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিছু উগ্রবাদী বিষয় বিবেচনায় নিয়ে, বিশেষ করে যারা ঢাকায় ভারতীয় হাইকমিশনের চারপাশে নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করার পরিকল্পনা ঘোষণা করেছে।

ভারত জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি। এটা দুঃখজনক যে, অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি।

নয়াদিল্লির বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, যা মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে উঠে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষপাতী এবং সবসময়ই মুক্ত, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

ভারত আশা করছে, অন্তর্বর্তী সরকার কূটনৈতিক দায়িত্ব অনুযায়ী বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে।

এনডিটিভি লিখেছে, এই তলবের পেছনে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। এনডিটিভি লিখেছে, তিনি হুমকি দিয়েছেন যে, ঢাকা এমন শক্তিকে আশ্রয় দেবে যা দিল্লির বিরুদ্ধে কার্যকর এবং ভারতের ‘সেভেন সিস্টারস’ (উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য) দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে।

হাসনাত আব্দুল্লাহ এই  বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময়।

এক প্রতিবাদ সভায় তিনি বলেন, সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!