ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৈধতা প্রমাণিত হয়েছে

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২২ পিএম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৈধতা প্রমাণিত হয়েছে

গত বছর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে তার সরকারের সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি ওই সিদ্ধান্তকে সমর্থন করে ঘোষণা করেছেন, মাদ্রিদের এই পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অনুপ্রাণিত করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জোর দিয়ে বলেছেন, ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে দেশটির সিদ্ধান্ত ছিল সঠিক এবং প্রগতিশীল। স্পেনের পরে ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলোও একই পথ অনুসরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

স্পেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ সর্বদা ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থাকবে এবং একইসাথে যে-কোনো ইহুদি-বিরোধী আক্রমণের নিন্দা জানাবে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!