একের পর এক খবরের শিরোনামে আসছেন দক্ষিণী সিনেমার আলোচিত জুটি জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা এবং বিজয় দেবরকোন্ডা । একদিকে তাদের বাগদান নিয়ে চলছে গুঞ্জন। অন্যদিকে, রাশমিকার শ্রীলঙ্কা সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
গত কয়েকদিনে, রাশমিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শ্রীলঙ্কার একটি নান্দনিক জায়গার ছবির একটি সিরিজ শেয়ার করেছেন। ছবিগুলোতে বান্ধবীদের সঙ্গে সাগরের তীরে, রোদে মেতে থাকতে দেখা গেছে তাকে।

ছবির ক্যাপশনেও রাশমিকা জানান, কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।
তবে, ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রাশমিকার আংটি। তার অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি দেখা গেছে, যা দেখে ভক্তরা অনুমান করছেন, বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার বাগদান হয়তো সম্পন্ন হয়ে গেছে।

আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে রাশমিকা এবং বিজয়ের বিয়ের আসর বসতে পারে। তবে, এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা বা বিজয়। তাদের মিষ্টি-সুদৃঢ় সম্পর্ক এবং কিছুটা রহস্যময় আচরণ দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, এটা কি শুধু ছুটি, নাকি বিয়ের আগে এক দারুণ সময় উপভোগ?

সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণ এবং আংটির ছবি দেখে অনেকেই ধারণা করছেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এই সব কিছু কেবল এক বিস্ময় জাগানিয়া গল্পই থাকতে পারে, নাকি আসলেই রাশমিকা এবং বিজয়ের বিয়ের ঘণ্টা বাজতে যাচ্ছে, তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :