লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট মেয়ের মৃত্যুর পর এবার দগ্ধ বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশা আক্তারের (৮) মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় তার বড় মেয়ে স্মৃতি, মেজ মেয়ে সায়মা আক্তার বিথিকে (১৪) উদ্ধার করা হয়।
এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়।
এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২০ শতাংশ দগ্ধ হয়।
এদিকে এ ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহতদের দেখতে যান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বেলালের পরিবারকে চার লাখ টাকা সহায়তা করেন।
অন্যদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়।
এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিরও মৃত্যু হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :