ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ শিক্ষার্থী কুপিয়ে হত্যায় তিনজন আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৫২ এএম সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ শিক্ষার্থী কুপিয়ে হত্যায় তিনজন আটক

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে সিরাজগঞ্জ সদর  চৌরাস্তার মোড়ে একটি জনবহুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রহমানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!