ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি, নওগাঁ | জানুয়ারি ৭, ২০২৬, ১২:৩৭ পিএম নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঠান্ডা শীতে জবুথবু অবস্থা মানুষের।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশা থাকায় বেড়েছে শীতের তীব্রতা।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, শীত মৌসুমের আজকের তাপমাত্রা নওগাঁ জেলায় সর্বোনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকোর্ড করা হয়েছে। যা গত দিনের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নিম্নমুখী। ভোর থেকেই জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা আছে। 

তিনি বলেন, দুপুরের দিকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। রাত ও ভোরের দিকে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা।  খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে অসহ্য এই শীতে সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে নিম্ন আয়ের দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল পরিবারগুলো। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের আয়-রোজগার কমেছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই কুয়াশাভেজা ঠান্ডার মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!