পিরোজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন কর্তৃক গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।
এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মোরসালিন মোল্লা (১৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোরসালিন মোল্লা সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ ইলিয়াছ মোল্লার ছেলে।
অভিযানকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :