ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

লেহেঙ্গা ও গহনায় ঝলক তুললেন পরীমণি

বিনোদন ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:৪০ পিএম লেহেঙ্গা ও গহনায় ঝলক তুললেন পরীমণি

সামাজিক মাধ্যমে বরাবরের মতো সরব অভিনেত্রী পরীমণি আবারও নজর কাড়লেন। সোমবার দুপুরে তিনি নতুন সাজ ও গহনায় দ্যুতি ছড়িয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এই ফটোশুটে পরীমণিকে নীল ও সোনালি রঙের লেহেঙ্গায় দেখা গেছে, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। সঙ্গে পরেছেন নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি—এই ভারী গহনা তার লুককে আরও আকর্ষণীয় করেছে। তার মেকআপ ও হেয়ারস্টাইল পুরো সাজকে সম্পূর্ণ করেছে।

পরীমণির এই পোস্ট প্রকাশিত হওয়ার পর ভক্তরা তার সৌন্দর্য এবং ফ্যাশন সেন্স নিয়ে প্রশংসার ঝড় তুলেছেন। এক ভক্ত লিখেছেন, “আপনাকে দেখতে রানীর মতো লাগছে।” অন্যরা তার পোশাক ও গহনার সমন্বয়কে লাইক ও কমেন্টে বেশ উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন।

পরীমণি যে সামাজিক মাধ্যমে নিজের ফ্যাশন ও স্টাইল শেয়ার করতে ভালোবাসেন, তা আবারও প্রমাণিত হলো এই ফটোশুটের মাধ্যমে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!