ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় পাঁচ সাংবাদিক নিহত

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৪৫ এএম ইসরায়েলি হামলায় গাজায় পাঁচ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।

নিহতরা হলেন, ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তাঁর স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা জানায়। সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।


কালের সমাজ/আ.য

Side banner
Link copied!