ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ৩০, ২০২৫, ০২:৩১ পিএম ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ৬৪ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমান সংস্থা পিএসএ এয়ারলাইনসের ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

দুর্ঘটনার পরপরই ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীসহ কয়েকটি সংস্থা উদ্ধার তৎপরতা শুরু করে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোম্যাক নদীতে পড়েছে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এদিকে, দুর্ঘটনার পর কর্তৃপক্ষের নির্দেশে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট-এ সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

 

কালের সমাজ/এ.স./সাএ

 

Side banner
Link copied!