ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বাস খাদে পড়ে অন্তত ৫১ যাত্রী নিহত

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:৪৪ এএম বাস খাদে পড়ে অন্তত ৫১ যাত্রী নিহত

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে ।

সংবাদমাধ্যমটি বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।

 

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো এই দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।


গুয়াতেমালার কংগ্রেসের সভাপতিও সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে ‘দুঃখজনক দুর্ঘটনা’ নিয়ে শোক প্রকাশ করেছেন।

 

কালের সমাজ/এ.স./ সাএ

 

Side banner
Link copied!