ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০২৫, ০৩:৪০ পিএম উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১

উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার (১৬ মার্চ)ভোরে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জনপ্রিয় হিপ-হপ জুটি এডিএন-এর একটি লাইভ পারফরম্যান্স চলাকালীন স্থানীয় সময় ভোর ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন নাইটক্লাবটিতে প্রায় ১,৫০০ মানুষ উপস্থিত ছিলেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।


 

কালের সমাজ// এ.জে

Side banner