ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গাজায় আরও ৮৫ জন নিহত, তিন দিনে প্রাণহানি ৬০০ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০২৫, ১০:১১ এএম গাজায় আরও ৮৫ জন নিহত, তিন দিনে প্রাণহানি ৬০০ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজার ওপর হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ২০০ শিশুসহ প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর থেকে নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৮৫ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, তিন দিনে ৫৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০০ জন শিশু। আহতের সংখ্যা ১,০৪২ ছাড়িয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি বেড়ে ৪৯,৬১৭ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল অভিযান চালাচ্ছে।সৈন্যরা বেইত লাহিয়া ও মধ্য গাজার দিকে অগ্রসর হচ্ছে।এর জবাবে হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দাবি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।


গাজায় ১৯ জানুয়ারি তিন-পর্যায়বিশিষ্ট যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার আওতায় বন্দি বিনিময় ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা ছিল। তবে জাতিসংঘের শান্তি প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner