ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। সোমবার (২৪ মার্চ) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যাকাজুড়ে হামলা চালালে তারা প্রাণ হারান।
গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসে একটি তাঁবুতে বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় চারজন এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুই নারী নিহত হন।
আল জাজিরা আরবির সংবাদদাতারা জানিয়েছেন, ভোররাতে গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ৫০ হাজার ২১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন।
ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তাদের মৃত ধরে গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হতে পারে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :