ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৬, ২০২৫, ১০:২৯ এএম গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫১ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ, এবং চিকিৎসা ও খাদ্যসামগ্রীর ঘাটতির মধ্যে উপত্যকাটিতে প্রাণহানি প্রতিদিন বেড়েই চলেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মাস আগে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অনেক নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে তারা নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ বলে উল্লেখ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর জানুয়ারিতে এক প্রকার যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তা ভেঙে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৩০ জন নিহত ও ৪ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, বন্দি মার্কিন-ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখানে তাকে রাখা হয়েছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলা চালানোর ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

জাতিসংঘ বলছে, চলমান হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, ত্রাণ সহায়তা প্রবেশেও রয়েছে সীমাহীন বাধা, যার ফলে দুর্ভিক্ষ ও মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner
Link copied!