ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৬, ২০২৫, ০৯:২২ পিএম ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে এবং আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

রোববার (২৭ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরের শহীদ রাজয়ি বন্দরে এই বিস্ফোরণ ঘটে।

ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি জানিয়েছেন, বন্দরের কনটেইনারে রাসায়নিক সংরক্ষণের দুর্বল ব্যবস্থাই এই দুর্ঘটনার মূল কারণ। যদিও সরকার জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালির কাছে অবস্থিত শহীদ রাজয়ি বন্দরটি ইরানের বৃহত্তম কনটেইনার বন্দর হিসেবে পরিচিত।

বিস্ফোরণের পর প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। রোববার বন্দর আব্বাসের সব স্কুল-অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর প্রকাশিত ভিডিও ফুটেজে বন্দরের ওপর বিশাল কালো ধোঁয়া, উড়ে যাওয়া দরজা ও ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূরের কিশ দ্বীপ থেকেও শোনা গেছে।

উল্লেখ্য, ইরানে গত কয়েক বছরে জ্বালানি ও শিল্প অবকাঠামোয় একের পর এক দুর্ঘটনা ঘটছে, যার বেশিরভাগই অবহেলার ফল বলে মনে করা হয়।

 


কালের সমাজ//এ.স//এ.জে
 

Side banner