চীনের দক্ষিণাঞ্চলে স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে বেপরোয়া চালকের গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।
স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ নভেম্বর) চীনা পুলিশের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
পুলিশ আরও বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন লোকজন।
এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ফ্যানকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার সময় গুরুতর আহতও হন গাড়িচালক ফ্যান। পুলিশ বলছে, ফ্যান নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হন এবং বর্তমানে কোমায় রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহ করা হচ্ছে, বিয়েবিচ্ছেদের পর সম্পত্তিবিষয়ক হতাশা থেকে এই আক্রমণ চালিয়েছেন ফ্যান। তবে কোমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের চারপাশে হাঁটার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ গাড়িটি দ্রুতগতিতে তাদের ওপর চালিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে বেশির ভাগই বয়স্ক মানুষ হলেও বেশ কিছু কিশোর-কিশোরী এবং শিশুও রয়েছে।
এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
কালের সমাজ/এ.স/আ.য
 

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :