ঢাকা শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭২ ফিলিস্তিনি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুন ২৮, ২০২৫, ১১:০৩ এএম গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় আহত হয়েছেন আরও ১৭৪ জন।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অনেকে মানবিক ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৩৩১ জন, আর আহত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৬৩২ জনের বেশি।

 

টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে একাধিকবার।


উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও করা হয়েছে।

 

কালের সমাজ/আ.ট. / সাএ

 

 

Side banner
Link copied!