সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ (৬ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
নির্দেশ অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে।
এর আগে, গত ডিসেম্বরে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে, ওই বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তদন্ত সম্পন্ন হওয়া বিচারপতিদের প্রতিবেদনসহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।
কালের সমাজ/এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :