ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রিমান্ড শেষে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান কারাগারে

কালের সমাজ | কালের সামাজ ডেস্ক অক্টোবর ১৭, ২০২৪, ১২:১৮ পিএম রিমান্ড শেষে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান কারাগারে

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানাযায়, দুই বছর আগে বিএনপির কার্যালয়ে গুলিতে মকবুল নামে এক বিএনপিকর্মী নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


কালের সমাজ/এ.স./সাএ


 

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!