ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

তারেক রহমান মানহানির মামলা থেকে খালাস পেলেন

কালের সমাজ | নিজস্ব পতিবেদক অক্টোবর ২০, ২০২৪, ০৩:২২ পিএম তারেক রহমান মানহানির মামলা থেকে খালাস পেলেন

পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলা করা হয়। এবার সেই মামলা থেকে খালাস পেয়েছেন দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা। পাশাপাশি দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ রায় দেন।

একই মামলায় খালাস পাওয়া অন্য নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।


কালের সমাজ/এ.স./সাএ

 

 

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!