ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
হাইকোর্টের

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না

কালের সমাজ মার্চ ১২, ২০২৫, ০১:৩৮ পিএম এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি শাথিকা হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়েছে, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। তবে আগামীকাল থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

কালের সমাজ//এ.জে

Side banner