ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনা ও পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৫, ০৩:২৮ পিএম শেখ হাসিনা ও পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ বা ব্যাংক হিসাব স্থানান্তর বা হস্তান্তর করা যাবে না বলে আদেশ দিয়েছে আদালত।

 

কালের সমাজ// এ.জে

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!