ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা: অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫২ এএম আবু সাঈদ হত্যা মামলা: অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য নেওয়া হবে। মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদও আছেন।

এর আগে ২২ সেপ্টেম্বর মামলার সপ্তম দিনের কার্যক্রমে ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আয়ান গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমেই আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। ওই দিনই সাত নম্বর সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়।

মামলার বিভিন্ন দিনে আরও কয়েকজন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছেন—

  • তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনুসির রহমান (পঞ্চম দিন),

  • এসআই মো. তরিকুল ইসলাম,

  • ফরেনসিক বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলাম (রংপুর মেডিকেল কলেজ),

  • এবং সাংবাদিক একেএম মঈনুল হক।

প্রথম দিনে, ২৮ আগস্ট, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন: এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ আসামি এখনও পলাতক। তাদের পক্ষের আইনগত সুরক্ষার জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে। এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

মামলায় মোট সাক্ষী রয়েছেন ৬২ জন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!