ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

আফগানিস্তানে নিহত সবাই ছিলেন পাকিস্তানের শরণার্থী

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৫৪ পিএম আফগানিস্তানে নিহত সবাই ছিলেন পাকিস্তানের শরণার্থী

আফগানিস্তানের পাকতিকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আগত শরণার্থী ছিলেন।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এনায়েতুল্লাহ খারাজমি। বার্তায় তিনি আরো জানিয়েছেন এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার।

এক্স বার্তায় এনায়েতুল্লাহ খারাজমি বলেন, নিহতদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এরা সবাই ওয়াজিরিস্তান থেকে শরণার্থী হিসেবে এখানে এসেছিলেন। বার্তায় তিনি আরো বলেন, দেশের ভূমি এবং সার্বভৌমত্বকে রক্ষা করার বৈধ অধিকারের বলেই সরকার এই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকার বারমাল জেলায় ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। দফায় দফায় সংঘটিত এ হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কালের সমাজ/সাএ
 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!