ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ১২:০৪ পিএম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী দুই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


বুধবার (১৯ মার্চ): সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২০ মার্চ): ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (২১ মার্চ): দেশের বেশিরভাগ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

কালের সমাজ// এ.জে

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!