ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ০৪:০৭ পিএম প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (১৯ মার্চ)  এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

এসময় সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে অবহিত করেন, যা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে, চাকরিচ্যুত সেনা সদস্যদের বিষয়ে চলমান পর্যালোচনা, এবং গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় গৃহীত পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!