ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

কালের সমাজ এপ্রিল ১১, ২০২৫, ১০:০১ এএম দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

আজ শুক্রবার (১১ এপ্রিল) দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নৌ চলাচলের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ের আশঙ্কা যেসব এলাকায়:

  • ময়মনসিংহ

  • সিলেট

  • চট্টগ্রাম

  • কক্সবাজার

এ সব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বাড়তি সতর্কতা:

  • অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • স্থানীয়দের সাবধানতা অবলম্বন করতে এবং প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী:

  • ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

  • চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  • সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে—যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিশেষ পরামর্শ: বিকেল বা সন্ধ্যার দিকে বাইরে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন।

 

কালের সমাজ// এ.জে

Side banner
Link copied!