জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়।
বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়। এতে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ।
বৈঠকে কমিশনের ১৬৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর আগে, গত ২৩ মার্চ এনসিপি সংস্কার কমিশনের সুপারিশগুলোর ওপর লিখিত মতামত জমা দেয়। দলটি মোট ২২টি সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে।
এনসিপির মতামত অনুযায়ী:
- যেসব সুপারিশ সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তৈরি করে না, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য।
 সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৮ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্বকারী একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। দলটি যাত্রার পর থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং জাতীয় ইস্যুতে মতামত দিচ্ছে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপির এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :