ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৩৩ পিএম শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার সকাল ৭টার পর এ মোড় অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার রাতেও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ চলাকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে সড়ক অবরোধ করা হয়। এক পর্যায়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আটকে পড়া গণমাধ্যমকর্মীদের উদ্ধার করা হয়। অন্যদিকে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ও ছায়ানটেও অগ্নিসংযোগ করা হয়।

রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, নেত্রকোনা, জামালপুর ও ঝালকাঠিসহ বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!