ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

নতুন বছরে যে পরিকল্পনা সামান্থার

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫১ পিএম নতুন বছরে যে পরিকল্পনা সামান্থার

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিয়ে করেছেন রাজ নিদিমোরুকে। গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যদিয়ে গেছেন তিনি। সে কথা প্রকাশ্যে বলেছিলেনও। কিন্তু আসন্ন বছর নিয়ে অন্য রকমের পরিকল্পনা অভিনেত্রীর।

জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না সামান্থা। সেই জায়গায় শান্তি খুঁজে পেতে চান। ২০২৬ সালে এমনই কিছু পরিকল্পনার কথা ভেবে রেখেছেন তিনি।

নিজের একটি ছবি শেয়ার করে নিয়ে সামান্থা জানিয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে তিনি নতুন বছরে মন দেবেন। জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে চান সামান্থা। সেই সঙ্গে সুস্বাস্থ্যের জন্য যা যা করণীয়, তা করবেন তিনি। কাছের ও মূল্যবান সম্পর্কগুলোতে আরও বেশি করে মন দেবেন অভিনেত্রী।

নিজের মনের কথা শুনবেন। এমন কিছু কাজ করবেন, যার স্থায়িত্ব রয়েছে। কারণ ও উপলক্ষ নিয়ে সবটা করবেন। এগুলোই সামান্থার মূল লক্ষ্য। সামান্থা মনে করেন, জীবনে সমতা ও মনের ভেতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্য, খ্যাতি, উত্তেজনার উপরে তিনি মানসিক শান্তিকে রাখতে চান বলে জানান অভিনেত্রী।

No photo description available.

২০২৬-এ শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও উন্নতি করতে চান সামান্থা। উল্লেখ্য, ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। ১লা ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন সামান্থা। এর ঠিক এক বছর আগে, ডিসেম্বরের ৪ তারিখে সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!