ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৩৫ পিএম ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস (ভ্রমণ নথিপত্র) হাতে পেয়েছেন।

 

বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে জাইমা রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।"

 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিমানটি প্রথমে সিলেটে যাত্রা বিরতি করে বেলা ১১টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এরই মধ্যে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, অভ্যর্থনার স্থান নির্বাচন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি চলছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐতিহাসিক এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশাল জনসমাগমের জন্য নিরলস কাজ চলছে।

 

উল্লেখ্য, ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার ১৮ মাস পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। ওই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পর গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তার দেশে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে ফিরছেন।

 

কালের সমাজ/ এ.জে

Side banner
Link copied!