তেলেগু ছবির জনপ্রিয় নায়িকা নিধি আগরওয়াল। এবার প্রভাসের বিপরীতে তাকে দেখা যাবে ‘রাজা সাব’ ছবিতে।
গত বুধবার সেই ছবির গান মুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হন নিধি। কেউ গায়ের ওড়নায় টান মারছে, আবার কেউ ছবি তুলতে চেয়ে এতটাই কাছে চলে আসছে যে, দৃশ্যত অস্বস্তিতে পড়েন নিধি।
ভিড়ের মাঝে এক প্রকার দিশাহারা অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখুন-
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :