জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "বাংলাদেশে আর কোনো গডফাদারতন্ত্র, মাফিয়াতন্ত্র কিংবা পরিবারতন্ত্রের জায়গা নেই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি, আর নতুন করে এমন কিছুর উত্থান হতে দেব না।"
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। `দেশ গড়তে জুলাই পদযাত্রা` কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশ হতে হবে জনগণের জন্য, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা মাফিয়াতন্ত্র ও স্বৈরতন্ত্রের অবসান চাই। আমাদের লক্ষ্য জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করা।"
তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি ঘোষিত হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশ গঠনের যে দর্শন, তার মূল ভিত্তি হচ্ছে জনগণের অধিকার ও মর্যাদা। আমরা বঙ্গোপসাগরের সন্তান, সংগ্রাম ও সাহসিকতা দিয়ে জীবন কাটানো মানুষদের উত্তরসূরি। কক্সবাজারের জনগণ সেই সাহসিকতার প্রতীক।"
কক্সবাজারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানকার পর্যটন শিল্পের যথাযথ উন্নয়ন ও ব্যবস্থাপনা হয়নি। বরং এই শিল্পের আড়ালে লুটপাট হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব ও স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করে একটি টেকসই পর্যটনশিল্প গড়ে উঠুক।"
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, "রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু বছরের পর বছর তাদের আশ্রয় দিয়ে কক্সবাজারবাসীর ওপর অন্যায় করা হচ্ছে। আমাদের অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বাস্তবসম্মত ও দ্রুত সমাধান বের করতে হবে যাতে স্থানীয় মানুষের নিরাপত্তা, সম্পদ ও জীবিকা হুমকির মুখে না পড়ে।"
নাহিদ ইসলাম বলেন, "আমি অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই— রোহিঙ্গা সমস্যার দ্রুত ও সম্মানজনক সমাধান করুন। তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন।"
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :