ভিভোর এক্স সিরিজের নতুন স্মার্টফোন এক্স২০০ এর প্রি-অর্ডার চলছে। এছাড়া ভিভো এক্স২০০ কিনলেই মিলছে নিশ্চিত উপহার। বছর শেষে আসা ভিভোর এই ফ্ল্যাগশিপ কিনতে থাকছে ইএমআই সুবিধাও।ডিসেম্বর মাসের শেষ দিকেই দেশে এসেছে ভিভো এক্স২০০। এখন চলছে ভিভো এক্স২০০ এর প্রি-অর্ডার, যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।
ভিভো এক্স২০০ স্মার্টফোন কিনলেই মিলবে ভিভো বাডস। যার দাম ৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি গ্রাহকরা বেছে নিতে পারবেন দুটি চমৎকার অফারের মধ্যে একটি। প্রথমটি হলো রিরো প্যাকেজ, যার মূল্য ১৫,০০০ টাকা। যেখানে রয়েছে রিরো ওয়াচ ডব্লিউ২, দ্রুত চার্জিং পাওয়ার ব্যাংক, একটি প্রিমিয়াম ওয়াচ স্ট্র্যাপ এবং একটি প্রফেশনাল হেয়ার ড্রায়ার। দ্বিতীয়টি হচ্ছে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিয়ে কেনা যাবে এই ফোন। যা ৩০টি ব্যাংকের মাধ্যমে ভিভো-এর অফলাইন স্টোর এবং অফিসিয়াল ই-স্টোর থেকে পাওয়া যাবে।
ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা।
ভিভো এক্স২০০-এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ক্যামেরায় জাইস টেলিফটো প্রযুক্তি। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। অত্যাধুনিক ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই ডিভাইসটি মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিংয়ে এনে দেবে অসাধারণ পারফরম্যান্স। এছাড়া ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি।
 
কালের সমাজ/আ.য

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :