ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ফের শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:২৪ পিএম ফের শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শনিবার দুপুর ১২টার পর ফের শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা আজিজ সুপারমার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে প্রবেশ করে অবস্থান গ্রহণ করেন।

 

সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দিতে কয়েক ঘণ্টা আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে সরে যান।

 

সংগঠনটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, “আজ তারেক রহমানের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় পুনরায় শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের সকল নাগরিককে বিচারের দাবিতে সেখানে যোগদানের আহ্বান জানানো হচ্ছে।”

 

গতকাল জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতাও তাদের সঙ্গে যুক্ত হন। এরপর রাতভর তারা সেখানে অবস্থান করেন।
 

Side banner
Link copied!