ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মোংলায় ভিড়েছে ৩ বিদেশি জাহাজ

কালের সমাজ | জেলা মোংলা প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৫, ১১:৫৮ এএম মোংলায় ভিড়েছে ৩ বিদেশি জাহাজ

মোংলায় বন্দরের জেটিতে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত পর্যন্ত বন্দরের বহির্নোঙর ও জেটিতে ওই তিনটি জাহাজ নোঙর করে।


বন্দর কর্তৃপক্ষ থেকে জানা যায়, নতুন বছরের ২৭ দিনে মোংলা বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্যসামগ্রী ও রিকন্ডিশন গাড়ি খালাস-বোঝাই হয়েছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান কালের সমাজকে জানান, সোমবার বন্দর জেটিতে আসা তিনটি জাহাজের মধ্যে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএসথ’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি মারসকথ’ নামে জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এ ছাড়া ভারতের পতাকাবাহী ‘এমভি জাইরাথ’ নামে আরেকটি জাহাজ বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।


কালের সমাজ//এ.স//র.ন

Side banner
Link copied!