ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গাঁজা ও হেরোইন উদ্ধার, ৩জন গ্রেপ্তার

কালের সমাজ | সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:৪২ পিএম গাঁজা ও হেরোইন উদ্ধার, ৩জন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইনসহ তিন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

 

গ্রেপ্তার আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়শুনই ফকিরবাড়ি এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. জুয়েল রানা (২৬)। ভোলা জেলার সদর থানার দক্ষিণ চড়পাতা এলাকার মৃত রকিবুল ইসলামের ছেলে মো. হোসাইন (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুতুবপুর বাহার এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে মো. ফয়সাল (১৯)। তারা আশুলিয়ার কাঠগড়া, আমতলা, মাঝিপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানা যায়।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ৫০০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!