রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করে ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদল।
শুক্রবার রাতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “হলের অস্ত্র উদ্ধারের খবরটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে বিষয়টি আমরা যাচাই করেছি এবং এর কোনো সত্যতা পাইনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।”
এদিকে, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীও একই সুরে বলেন, “ফেসবুকে ছড়ানো ভিডিওটি দেখেছি। এটি বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। ছাত্রদলের সুনাম নষ্ট করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজবটি ছড়িয়েছে।”
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহেরও ভিডিওটির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “২৪-এর পরাজিত শক্তি এসব মিথ্যা প্রচারণার মাধ্যমে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।”
উল্লেখ্য, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, নবাব আবদুল লতিফ হলের ছাত্রদল সভাপতির কক্ষ থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদল উভয়ই এ ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :