ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে মাদক ও ডাকাতি মামলার তিন গ্রেপ্তার

মোঃ শিমুল হোসেন,রায়পুর লক্ষ্মীপুর মার্চ ১০, ২০২৫, ১২:৩৯ পিএম সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে মাদক ও ডাকাতি মামলার তিন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার মাইকেল, পরান ও রাকিব, বাড়িতে  অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এসময়  ডাকাতি মাদক মামলার তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে বলে জানা যায়। রায়পুর থানা লক্ষ্মীপুর। মাইকেলের বিরুদ্ধে চলমান রয়েছে ১১ মাদক মামলা এবং ১টি ডাকাটি মামলা, পরানের বিরুদ্ধে চলমান রয়েছে ৯টি মাদক মামলা, রাকিবের বিরুদ্ধে চলমান রয়েছে ৪টি মাদক মামলা।

এই বিষয় রায়পুর থানার অফিসার ইন চার্জ মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, (১০ মার্চ) সোমবার গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাইকেল, পরান ও রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আরও জানায়, এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!